১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুবকের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত

- ছবি : প্রতীকী

জয়পুরহাটের আক্কেলপুরে স্বামী-স্ত্রীর কলহের জেরে স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হন শ্যালক।

সোমবার দুপুরে আক্কেলপুর উপজেলার হলহলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খালা শাশুড়ি আলেয়া বেগম (৫২) ও স্ত্রী মিতু আক্তার (৩৪)। এ সময় গুরুতর আহত হয়েছে শ্যালক নিরব হোসেন (২০)।

অন্যদিকে, এ ঘটনায় অভিযুক্ত স্বামী বদলাগাছী উপজেলার খাদাইল গ্রামের রুবেল হোসেন (৩৬)।

স্থানীয় ও নিহতের স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকে। আজও দুপুরে কথা কাটাকাটির জের ধরে ঝগড়া চলছিল। এ সময় অভিযুক্ত রুবেল উত্তোজিত হয়ে তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। তার চিৎকার শুনে খালা শাশুড়ি আলেয়া বেগম ও শ্যালক নীরব এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় রুবেল। স্থানীয় লোকজন তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালা শাশুড়িকে মৃত ঘোষণা করে।

এ দিকে, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় তার মৃত্যু হয় এবং শ্যালক নিরব আক্কেলপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আলেয়া বেগমের বড় ছেলে আমিনুল ইসলাম জানান, ‘আমার বোনের চিৎকার শুনে এসে দেখি তাদের তিনজনকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন থেকে ঝামেলা ছিল। আজ কী কারণে এ ঘটনা ঘটেছে আমার জানা নেই।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে, অভিযুক্ত রুবেল পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement