মহাদেবপুরে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত
- মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
- ১৯ মে ২০২৪, ২২:০৮
নওগাঁর মহাদেবপুরের নওহাটা মোড়ের পশ্চিম পার্শ্বে খামার বাড়ি এলাকায় বাসচাপায় সিফাত হোসেন (১৪) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ফয়সাল হোসেন (১৬) নামের ওপর এক ছাত্র গুরুতর আহত হয়েছে।
নিহত সিফাত হোসেন উপজেলার চেরাগপুর ইউনিয়নের বুজরুক বড়াইল গ্রামের ইউনুস আলীর ছেলে ও ওই মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র এবং আহত ফয়সাল হোসেন পার্শ্ববর্তী নিয়ামতপুর থানার মুড়িহাড়ি গ্রামের আলতাফ হোসেনের ছেলে ওই মাদরাসার অষ্টম শ্রেণির ছত্র। তারা রানীপুকুর ক্বেরাতুল কুরআন কওমি মাদরাসার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে আহত ফয়সাল হোসেন মাদরাসার ধান আদায়ের জন্য পেডেল চালিত একটি ভ্যানগাড়ি নিয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ওই ভ্যানে ধানের বস্তা ধরে বসেছিল সিফাত হোসেন। হঠাৎ করে নওগাঁ থেকে রাজশাহীর একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। সেখানে তারা দুইজন গুরুতর আহত হয়। তাদের আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে সিফাত হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং আহত ফয়সাল হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসার প্রধান শিক্ষক রিয়াজুল হক কাশেমী বলেন, দুপুরে লেখাপড়া করার পরে আমি সবাইকে ঘুমাতে বলি। এরমধ্যে বিকালে লোক মুখে শুনতে পাই এই ঘটনা। পরবর্তীতে জানতে পারি আমার মাদরাসার অপর শিক্ষক সাইফুল তাদের ধান নিতে পাঠায়। এখন আমি নওগাঁ সদর হাসপাতালে আছি। এখানে আমার শিক্ষার্থী ফয়সাল হোসেন ভর্তি আছে। সে এখন অনেকটা আশঙ্কামুক্ত।
এ বিষয়ে জানতে চাইলে নওহাটা ফাঁড়ির এসআই জিয়াউল হক জিয়া বলেন, নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা