১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘জেলা পরিষদই নির্মাণ করবে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার’

‘জেলা পরিষদই নির্মাণ করবে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার’ - ছবি : নয়া দিগন্ত

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নয়, জেলা পরিষদই নির্মাণ করবে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার। নগরীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সোনাদীঘি এলাকায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজ বাস্তবায়ন করতে চায় জেলা পরিষদ।

শনিবার (১৮ মে) সকালে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল। এ উপলক্ষে সেখানে একটি সুধি সমাবেশও হয়।

এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবকে প্রধান কৌঁসুলি ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু।

তবে রাজশাহী সিটি করপোরেশন একই স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার কমপ্লেক্স নির্মাণ করতে চেয়েছিল। এ জন্য প্রায় ১৬ কোটি টাকার একটি প্রকল্পও হাতে নেয়া হয়েছিল। তবে জেলা পরিষদ এখন তাদের এ জায়গায় সিটি করপোরেশনকে প্রকল্পটি বাস্তবায়ন করতে দিতে আগ্রহী নয়। যদিও জেলা পরিষদের আগের পরিষদ সিটি করপোরেশনকে এটি নির্মাণে সম্মতি দিয়েছিল। আর জেলা পরিষদ এখন নিজেরাই প্রকল্পটি বাস্তবায়ন করতে চায়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৮০ লাখ টাকা। এরইমধ্যে রাজশাহী জেলা পরিষদ এ কাজের দরপত্র প্রক্রিয়াও শেষ করেছে। এছাড়া শনিবার এ কাজের উদ্বোধন উপলক্ষে সেখানে একটি সুধী সমাবেশের আয়োজনও করা হয়।

এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান কৌঁসুলি ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু। ওই সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের তৎকালীন এমপি ফজলে হোসেন বাদশা, ভাষাসৈনিক আবুল হোসেন, ভাষাসৈনিক মোশাররফ হোসেন ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর ইকবাল। পরে মীর ইকবাল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সিটি করপোরেশনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

এদিকে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে শনিবার সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল বলেন, ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু ভাই আমাকে খুব স্নেহ করতেন। তার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এ কাজটি এগিয়ে নিতে চাই। এর আগে জেলা পরিষদের জায়গায় বঙ্গবন্ধুর ম্যুরাল করেছে সিটি করপোরেশন। এবার আমরা নির্বাচিত হওয়ার পর প্রথম সভাতেই জেলা পরিষদের এ জায়গায় জেলা পরিষদের উদ্যোগেই কেন্দ্রীয় শহীদ মিনার করার সিদ্ধান্ত নিই। দ্রুতই কাজটি বাস্তবায়ন করব।

সুধী সমাবেশে অন্যদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মজিবুল হক বকু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বদিউজ্জামান খায়ের, আইনজীবী সুশান্ত সরকার, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান।


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল