১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় ৫২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বগুড়ায় ৫২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ - ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় যাত্রীবাহী কোচ তল্লাশী করে স্কুলব্যাগ থেকে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (১৮ মে) ভোররাত ৪টার দিকে বগুড়া ঢাকা মহাসড়কের সদর উপজেলার গোকুল এলাকায় বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক ওয়ালিউল আলী সরদার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সরদারপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে। সে বর্তমানে নীলফামারীত সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া বাসায় থাকত।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রাজিউর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের এক যাত্রী বিপুল ইয়াবা নিয়ে যাচ্ছেন। এ সংবাদের ভিত্তিতে ভোররাতে গোকুল এলাকায় চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে যাত্রী ওয়ালিউল আলী সরদারের কাছে থাকা স্কুলব্যাগ থেকে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement




up