১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু -

চাঁপাইনবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফারহানা ও ফাহিম আলী নামে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার মমিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে ফারহানা (৪) ও দাউদ আলীর ছেলে ফাহিম আলী (৩)।

গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) ময়েন উদ্দিন বলেন, ফারহানা ও ফাহিম বাড়ির পাশে খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে।

এসআই আরো বলেন, এদিকে পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় বিকেলেই লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement