বগুড়ায় কোল্ড স্টোরে ৫ লাখ ডিম, জরিমানা আদায়
- বগুড়া অফিস
- ১৬ মে ২০২৪, ১৭:৩২
বগুড়ায় ডিম নিয়ে আবারো কারসাজি শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা। কোল্ড স্টোরে ডিম মজুদ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে গত এক সপ্তাহে প্রতি পিস ডিমের দাম ৩টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
অথচ এক সপ্তাহ আগে প্রতি পিচ ডিমের দাম ছিল নয় টাকা। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৮ টাকা পর্যন্ত যা সাত দিন আগেও ছিল ৩৫-৩৬ টাকা হালি। তাই বাজার নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা প্রশাসন মজুদদারদের বিরুদ্ধে মাঠে নেমেছে।
এরই অংশ হিসেবে কাহালু উপজেলার মুরইল আফরিন ক্লোল্ড স্টোরে চার লাখ ৮৮ হাজার ৩৮৮পিস ডিম মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৫ মে) বিকেলে কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: মেরিনা আফরোজের নেতৃত্বে মুরইল মুনসুর কোল্ড স্টোর ও আফরিন ক্লোল্ড স্টোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এই দুটি কোল্ড স্টোরের মধ্যে আফরিন ক্লোল্ড স্টোরে উল্লেখিত পরিমাণ মুরগির ডিম অবৈধভাবে মজুদ রাখার অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে কোল্ড স্টোর কর্তৃপক্ষের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে মজুদকৃত ডিমগুলো সাত দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মাহবুব হাসান চৌধুরীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা