রাজশাহীতে যানবাহন থেকে চাঁদা তোলা চক্রের ২১ সদস্য গ্রেফতার
- রাজশাহী ব্যুরো
- ১৩ মে ২০২৪, ১৯:৫০
রাজশাহীতে সড়ক ও মহাসড়কে যানবাহন থেকে চাঁদা তোলা চক্রের ২১ সদস্যকে আটক করেছে র্যাব। জেলার বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গেল ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (১৩ মে) দুপুরে র্যাব-৫ রাজশাহী সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন দুলাল মণ্ডল (৪৫), নাঈম শাহ (৩১), তোফাজ্জল খাঁ (৪০), মো: আলমগীর (৩৬), মো: আলামিন (২১), বিলাস উদ্দিন (২০), মিঠু শেখ (২৭), আসাদ হাসান (৩৪), মো: বাবু (৪৪), আবু হেনা ওরফে বাদল (৪৩), সজীব ইসলাম (২১), নাহিদুল ইসলাম (২০), হিরু চন্দ্র পাল (৬০), আমিরুল হক (৩৩), খলিলুর রহমান ওরফে সুজন (৫৭), আবদুল মজিদ (৬৫), ওয়াহাব আলী (৩২), মালেক উদ্দিন (৩২), মহসিন আলী (৪২), আবু জাফর (৪২) ও মো: খোকন (২৫)। তাদের সবার বাড়ি রাজশাহীর দুর্গাপুর, পুঠিয়া ও বাগমারা উপজেলায়।
র্যাব জানায়, তারা সড়ক-মহাসড়কে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের যানবাহন থেকে চাঁদা তোলেন। এটাই তাদের পেশা। আর এজন্য তারা টালি খাতাও ব্যবহার করেন। তাদের কাছ থেকে দুটি টালি খাতা, আটটি চাঁদা তোলার রশিদ বই এবং নগদ ৬ হাজার ১১৯ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সবার ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
র্যাব আরো জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন যাবত বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। যদি কোনো চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানান তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময়ে মারধর এবং গাড়ি ভাংচুর করে। অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহীর বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া থানায় চাঁদাবাজি মামলা চলমান রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা