বগুড়া সদরে ভাই-বোন ভাইস চেয়ারম্যান প্রার্থী
- বগুড়া অফিস
- ১১ মে ২০২৪, ১৯:০৩
বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুই ভাই-বোন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলু মাস্টারের ছেলে ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মো: রুকানুজ্জামান রিপন এবং তার ছোট বোন তহমিনা আক্তার রেশমী। এর মধ্যে রিপন ভাইসচেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতা এবং রেশমী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী। তাদের দু’জনের বাসা সদর উপজেলার খামারকান্দি গ্রামে।
এদিকে আপন দুই ভাই-বোন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় ভোটারদের মাঝে আলোচনা সমালোচনা চলছে। এদিকে প্রতীক বরাদ্দের আগেই ফুটবল প্রতীকে প্রচারণার অভিযোগ উঠেছে রেশমার বিরুদ্ধে। এ ব্যাপারে তার বক্তব্য জানার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: রুকানুজ্জামান রিপন তার প্রতিক্রিয়ায় বলেন, ভোট হবে ব্যক্তির ওপর। বোন প্রার্থী হওয়ায় কোনো সমস্যা নেই এবং তার পদও আলাদা। আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।
আগামী ২৯ মে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট দেবেন ৪ লাখ ভোটার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা