১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ২ যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ২ যুবকের যাবজ্জীবন - প্রতীকী ছবি

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় করা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো: আবুল বাশার মিঞা এ রায় দেন।
দণ্ড প্রাপ্তরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক শ্রীমান্তপুর মহল্লার জামাল হোসেনের ছেলে রমজান আলী (২৭) এবং একই মহল্লার ইউনুস আলীর ছেলে বানী ইসরাইল (৩২)।

সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২১ মে র‌্যাব-১২-এর সদস্যরা সলঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় র‌্যাবের কাছে খবর আসে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে দু’ব্যক্তি হেরোইন নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন।

র‌্যাব সদস্যরা এ সময় সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে একতা পরিবহনের বাসটির দুই যাত্রী রমজান আলী ও বানী ইসরায়েলের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-১২-এর ডিএডি (নায়েব সুবেদার) ইউসুফ আলী সলঙ্গা থানায় মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক বাসের দুই যাত্রীকে দণ্ড দেন।


আরো সংবাদ



premium cement