রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার
- রাজশাহী ব্যুরো
- ২৩ এপ্রিল ২০২৪, ২০:৪৮
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাড়ে ছয় কোটি টাকার হেরোইনসহ এজাজুল হক ঝাবু (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মাটিকাটা ক্যানেলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবক ভারতীয় সীমান্ত-সংলগ্ন গোদাগাড়ীর দিয়াড় মানিকচক গ্রামের মরহুম আব্দুল লতিফের ছেলে।
গ্রেফতারকালে এজাজুলের কাছে থাকা ব্যাগের ভেতর থেকে ১৩ প্যাকেট হেরোইন উদ্ধার করে পুলিশ। এগুলোর ওজন সাড়ে ছয় কেজি। মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা। স্মরণকালের মধ্যে এটিই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জব্দ হওয়া সবচেয়ে বড় হেরোইনের চালান।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, অভিযানকালে মুনিরুল ইসলাম (৪০) নামের আরেক মাদককারবারি পালিয়েছেন। তার বাড়িও দিয়াড় মানিকচক গ্রামে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’জনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতার এজাজুরের বিরুদ্ধে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা আছে। গত ২৬ মার্চ মামলাটি হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা