ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
- রাকিবুল ইসলাম, ধুনট (বগুড়া)
- ২০ এপ্রিল ২০২৪, ১৭:৩১
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহেল বাকী (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে নিজবাড়ির অদূরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এমন খবর পেয়ে ঘটনা পরিদর্শন করে থানা পুলিশ।
তিনি উপজেলার নিমগাছী ইউনিয়নের সাতবেকী গ্রামের পশ্চিমপাড়া এলাকার মরহুম বছির উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন আব্দুল্লাহেল বাকী বাড়ির অদূরে জমির মধ্যে বৈদ্যুতিক সেচপাম্প বন্ধ করতে যায়। বৈদ্যুতিক সেচপাম্প বিদ্যুতায়িত থাকায় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যাওয়ার পথে আব্দুল্লাহেল বাকীর মৃত্যু হয়।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা