১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাঁথিয়ায় উদ্বোধনের দিনই উঠে গেল সড়কের পিচ

হাতেই তুলে ফেলা পিচ - ছবি : নয়া দিগন্ত

পাবনার সাঁথিয়ায় ৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়ক ও সেতু নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে। নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করায় উদ্বোধনের দিনই পিচ ঢালাই (কার্পেটিং) উঠে যায়।

রোববার (৭ এপ্রিল) সাঁথিয়া উপজেলার বনগ্রাম-চিনাখড়া-ভায়া সামান্যপাড়া সড়ক ও সেতুর উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। এলাকাবাসী নির্মিত পিচঢালাই সড়ক থেকে হাত দিয়ে তুলে ডেপুটি স্পিকারকে দেখান। ডেপুটি স্পিকার উপজেলা প্রকৌশলী ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের ওপর ক্ষুব্ধ হন। এসময় ঠিকাদারকে খোঁজ করলে জানা যায়া তিনি পালিয়ে গেছেন।

ক্ষেতুপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিনচু।

জানা গেছে, স্থানীয় প্রকৌশলী অধিদফতরের বাস্তবায়নে আরডিআরআইডিপি অ্যান্ড এসইউপিআরবি প্রকল্পের আওতায় সাঁথিয়া উপজেলার বনগ্রাম-চিনাখড়া-ভায়া সামান্যপাড়া সড়ক ও সেতুর কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান পাবনার সুজানগরের ‘মন্ডল কনস্ট্রাকশন’। ১৭০০ মিটার সড়ক ও সেতুর নির্মাণ কাজের ব্যয় বাবদ বরাদ্দ ছিল ৪ কোটি ১৫ লাখ টাকা।

সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদার দেশের যেখান থেকেই আসুক কাজ বুঝে নিবেন স্থানীয় প্রকৌশল অধিদফতর ও উপজেলা প্রশাসন। শিডিউল অনুযায়ী কাজ না করলে বিল পরিশোধ না করে কাজ বুঝে নেয়ার নির্দেশ দেন তিনি।

স্থানীয় বাসিন্দা কালাম, সুমনসহ অনেকেই জানান, কাজ নিম্নমানের হওয়ায় সড়কের পিচ একাই উঠে যাচ্ছে। এ সড়ক দুই মাসও যাবে না।

এলাকাবাসী নতুন করে সড়ক নির্মাণের দাবি জানান।

সড়ক নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মন্ডল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী রফিক মন্ডলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিনচু বলেন, সড়কের কাজ যে মানের হওয়ার কথা ছিল সে মানের হয়নি। বাচ্চাসহ সবাই হাত দিয়েই পিচঢালাই পাথর তুলে ফেলছে। কাজ ঠিক না করে বিল না দেয়ার দাবি জানান তিনি।

নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ কাজের বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, অতিরিক্ত রোদের কারণে সড়কের পিচঢালাইকৃত পাথর উঠে যাচ্ছে।


আরো সংবাদ



premium cement