১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

-

সিরাজগঞ্জ জেলা প্রথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী নুরুল ইসলামের (৫৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার কোলগয়লা মহল্লার মরহুম আজগর আলীর ছেলে।

সিরাজগঞ্জ টাউন সার্ভিসের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়। এ সময় নৈশ প্রহরীর থাকার কক্ষে একটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কোন কারণে আত্মহত্যা করেছেন তার প্রকৃত কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

নিহতের ঘনিষ্ট একজন জানান, প্রথম স্ত্রী রেখে সিরাজগঞ্জ সদর হাসপাতালের স্বামী পরিত্যাক্তা মমতা নামের একজন নার্সকে দ্বিতীয় বিয়ে করে সংসার চালাচ্ছিলেন। নুরুল ইসলাম বিভিন্নভাবে মানুষের কাছে ধারদেনায় পড়েছিলেন। দেনাদারেরা সবসময় তার কাছে পাওনা টাকা চাইতে আসত। দেনাদারদের চাপে এবং দেনার ভারে তিনি সব সময় হতাশায় ভোগতেন।


আরো সংবাদ



premium cement