১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

নাটোরে শিক্ষাসফরে গিয়ে স্কুলছাত্রী নিহত

নাটোরে শিক্ষাসফরে গিয়ে স্কুলছাত্রী নিহত - প্রতীকী ছবি

নাটোরের হালতিবিলে শিক্ষাসফরে গিয়ে নৌকার জেনারেটরের মেশিনের ফিতায় ওড়না পেঁচিয়ে মালিহা আক্তার মুন্নী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিলহালতি ত্রিমোহনী কলেজের অদূরে হালতিবিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মালিহা আক্তার মুন্নী নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের আব্দুল মতিনের মেয়ে এবং খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিশেষ কারিকুলামের শিক্ষাসফরের উদ্দেশে নৌকায় করে হালতিবিল ভ্রমণে যায়। দুপুর ২টার দিকে বিলহালতি ত্রিমোহনী কলেজের অদূরে দুপুরের খাবার বিরতির সময় কিছু শিক্ষার্থী নৌকার ডিজেলচালিত জেনারেটর মেশিন নিয়ে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উল্লাস করতে থাকে। এর একপর্যায়ে শিক্ষার্থী মালিহা আক্তার মুন্নীর ওড়না শালো ইঞ্জিন চালিত জেনারেটর মেশিনের ফিতায় আটকে যায় এবং শ্বাসরুদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই সময় মাথায় গুরুতর আঘাতও পান মালিহা। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন রাজু জানান, বিদ্যালয়ে ৩১৫ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ১২০ জন শিক্ষার্থী বিশেষ কারিকুলামের অংশ হিসেবে শিক্ষাসফরের উদ্দেশে নৌকায় হালতিবিলে যায়। ওই সময় অন্য ক্লাশের শিক্ষার্থীরা সফরে নিয়ে যাওয়ার দাবি জানালে বড় নৌকা ভাড়া করে সবাইকেই নিয়ে যাওয়া হয়। সেখানে দুর্ঘটনায় ছাত্রী মালিহা আক্তার মুন্নীর মৃত্যু হয়।

তারা আরো বলেন, সরকারের নতুন কারিকুলামে শিক্ষার্থীদের বিশেষ সফরের নির্দেশনা রয়েছে। এ কারণে সম্প্রতি বিদ্যালয়ের এক সভায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের এই সফরের সিন্ধান্ত নেয়া হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। তবে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক বলেছেন, দুর্ঘটনা ও ছাত্রীর মৃত্যুর খবর তিনি শুনেছেন।

বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement