১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

রাণীনগরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৯

রাণীনগরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৯। - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগর উপজেলার গহেলাপুর গ্রামে প্রণব সাহা টগর নামে এক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ডাকাতির ঘটনা নয়জনকে গ্রেফতারসহ বেশ কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাকাতদল বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, পিতলের রাধা-গোবিন্দ একটি মূর্তি ও পুজার সরংজমাদি লুট করে নিয়ে যায়। 

প্রণবসাহা ওই গ্রামের মৃত বলরামসাহার ছেলে। 

বাড়ির মালিক প্রণবসাহা বলেন, এদিন সন্ধায় গরুর খাদ্য নেয়ার জন্য বাজারে যাই। এর পর সাড়ে ৭টা বা ৮টা নাগাদ বাড়ি থেকে খবর আসে তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। সাথে সাথে বাড়িতে গিয়ে দেখি গ্রামের লোকজন জরো হয়ে গেছে। 

তিনি জানান, বাড়িতে শুধু তার স্ত্রী শ্রীমতি ময়নারাণী একাই ছিলেন। সন্ধ্যা পূজো শেষে ঘরে বসে মালা জপার সময় মুখোশ পড়া ডাকাতদল বাড়ির প্রাচীর টপগে বাড়িতে প্রবেশ করে ধারালো চাকু ধরে ময়নারাণীর হাত-পা, মুখ বেঁধে ২৬ হাজার টাকা, কানের দুল, হাতের বালা, পিতলের তৈরি রাধাগোবিন্দ একটি মূর্তি এবং পিতলের তৈরি পূজার সরংজমাদি নিয়ে পালিয়ে যায়। পরে স্ত্রী ময়নার চিৎকারে প্রতিবেশির লোকজন ছুটে আসে। ঘটনার খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির সাথে জড়িত সন্দেহে গহেলাপুর মধ্য পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মমিন মণ্ডল ওরফে ইদুৃন (২৬), গহেলাপুর কবিরাজ পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাসুদরানা (২৮), পশ্চিম গোবিন্দপুর গ্রামের আলীর ছেলে জাকির হোসেন জেমস (৩৫), বিলকৃষ্ণপুর গ্রামের সামচাঁনের ছেলে ইমদাদুল হক স্বপন(৩২),একই গ্রামের জামাল আলীর ছেলে মুনসুর মণ্ডল (৩২), পশ্চিম চকবলরামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইমদাদুল হক বুলেট (২৭), পূর্ব বালুভরা গ্রামের মিলনের ছেলে হাফিজুর রহমান (২৬), গহেলাপুর (নিশ্চিন্দাকুড়ি) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাসুদরানা (৩২) ও গহেলাপুর (হিন্দুপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে স্বরণ আলীকে (২২) গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার কালে তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ২৬ হাজার টাকা, পাঁচশত টাকার বিভিন্ন মূল্যমানের কয়েন, পিতলের তৈরি রাধাগোবিন্দ মূর্তিসহ বিভিন্ন মালামাল উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো ছোড়া, একটি অটোচার্জার ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রণব সাহা থানায় একটি মামলা করেছেন। গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
পেঁয়াজের বাজারে অভিযান : ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত মিয়ানমারে বিদ্রোহীদের দখলে তিন শ’র বেশি সামরিক ঘাঁটি

সকল