১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

রাজশাহীতে অপহৃত শিশুকে ধর্ষণের পর হত্যা

পুকুর থেকে লাশ উদ্ধার
অপহরণকারী পলাশ - ছবি : নয়া দিগন্ত

রাজশাহীতে নয় বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার একদিন পর পুকুর থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) সকালে নগরীর ছোটবনগ্রাম এলাকার খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এর আগে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর জেলা থেকে অভিযুক্ত অপহরণকারী পলাশকে (৩৫) আটক করেৃ পুলিশ।

নিহত শিশুর নাম আন্নিকা আক্তার মায়া। সে নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।

শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে তাকে অপহরণ করা হয়েছিল। নগরীর বড় বনগ্রাম রায়পাড়া এলাকার শাহিনের ছেলে পলাশ তাকে অপহরণ করে। এরপর তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (শাহ মখদুম) মো: নূর আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ঈদ সেলামি দেয়ার কথা বলে ওই শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। এরপর তাকে ধর্ষণ করে। বিষয়টি যেন কেউ জানতে না পারে সেজন্য তাকে গলাটিপে হত্যা করা হয়। এরপর রাতে সুযোগ বুঝে তার লাশ পুকুরে ফেলে রাজশাহী থেকে নাটোরে পালিয়ে যায় পলাশ। পরে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় রোববার (২ জুলাই) রাতভর অভিযান চালানো হয়। পরে সোমবার (৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর জেলা থেকে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহ মখদুম থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত মিয়ানমারে বিদ্রোহীদের দখলে তিন শ’র বেশি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার প্রথম বছরেই ব্র্যান্ড ফোরাম পুরস্কার পেল রিচ্যাবল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে বাড়ি ফেরার পথে বিএনপির ১২ নেতাকর্মী আটক কতটুকু কার্যকর চীনা রকেট বাহিনী! ২০২৪ সালের এসএসসি পরীক্ষা কবে, জানাল শিক্ষা বোর্ড

সকল