১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রাজশাহীতে অপহৃত শিশুকে ধর্ষণের পর হত্যা

পুকুর থেকে লাশ উদ্ধার
অপহরণকারী পলাশ - ছবি : নয়া দিগন্ত

রাজশাহীতে নয় বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার একদিন পর পুকুর থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) সকালে নগরীর ছোটবনগ্রাম এলাকার খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এর আগে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর জেলা থেকে অভিযুক্ত অপহরণকারী পলাশকে (৩৫) আটক করেৃ পুলিশ।

নিহত শিশুর নাম আন্নিকা আক্তার মায়া। সে নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।

শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে তাকে অপহরণ করা হয়েছিল। নগরীর বড় বনগ্রাম রায়পাড়া এলাকার শাহিনের ছেলে পলাশ তাকে অপহরণ করে। এরপর তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (শাহ মখদুম) মো: নূর আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ঈদ সেলামি দেয়ার কথা বলে ওই শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। এরপর তাকে ধর্ষণ করে। বিষয়টি যেন কেউ জানতে না পারে সেজন্য তাকে গলাটিপে হত্যা করা হয়। এরপর রাতে সুযোগ বুঝে তার লাশ পুকুরে ফেলে রাজশাহী থেকে নাটোরে পালিয়ে যায় পলাশ। পরে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় রোববার (২ জুলাই) রাতভর অভিযান চালানো হয়। পরে সোমবার (৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর জেলা থেকে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহ মখদুম থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement
ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেটে দফায় দফায় ব্যবসায়ী-অটোরিকশাচালক সংঘর্ষ গলাচিপায় বজ্রপাতে দরিদ্র কৃষকের ৩ গরুর মৃত্যু বগুড়ায় শেখ হাসিনাসহ ১২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা কুলাউড়ায় যৌথ বাহিনীর হাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ আটক শেখ হাসিনাকে প্রত্যার্পণ বিষয়ে যা বলল ভারত ভারতের মণিপুরে নতুন করে সহিংসতার নেপথ্যে কী? আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু কক্সবাজারে খোয়া গেল সমন্বয়ক হাসনাতের মোবাইল ফোন! রাজনীতিতে আগের মতো আধিপত্য বিস্তার করার সুযোগ নেই : মান্না

সকল