হত্যার পর স্ত্রীর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
- পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
- ১০ জুন ২০২৩, ১৫:০৯

রাজশাহীর পুঠিয়ায় এক গৃহবধূকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। তার নাম শাহিদা বেগম (৩৫)।
শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পুঠিয়ার বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
শহিদা বেগম উপজেলার বেলপুকুর ইউনিয়নের বাঁশপুকুরিয়া-দমাদিয়া গ্রামের সামাদ আলীর মেয়ে।
বেলপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সালাউদ্দীন বলেন, মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া মারামারি হতো শুনেছি। সম্প্রতি কান্দু আলী পিটিয়ে তার স্ত্রীর মাথা ফাটিয়ে দিয়েছিল। শনিবার ভোর রাতেও তাদের মধ্যে ঝগড়া শুনতে পেয়েছেন প্রতিবেশীরা।
তিনি আরো বলেন, প্রতিবেশীদের তথ্যমতে ওই গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। এরপর থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করেছেন।
এ ব্যাপারে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। আর ঘটনার পর স্বামী পলাতক থাকায় হত্যার সন্দেহ করছেন প্রতিবেশীরা।
তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে এটা হত্যা নাকি কৌশলে হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে চুড়ান্তভাবে বলা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা