২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

‘সারাদেশের মানুষ এ সরকারকে বিদায় জানাতে প্রস্তুত’

‘সারাদেশের মানুষ এ সরকারকে বিদায় জানাতে প্রস্তুত’। - ছবি : নয়া দিগন্ত

গণসংহতি পরিষদের আহ্বায়ক জোনায়েদ সাকী বলেছেন, ‘সারাদেশের মানুষ এ সরকারকে বিদায় জানাতে প্রস্তুত। এ সরকার ক্ষমতায় থাকলে জনগণের নাভিশ্বাস উঠবে, দেশের মান-মর্যাদা ভুলুণ্ঠিত হবে। তারা দেশের মানুষকে বিভক্ত করে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়।’

বুধবার বেলা ১২টায় দিনাজপুর লোক ভবন প্রাঙ্গণে সরকারের পদত্যাগ, অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন, সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের আয়োজনে ঢাকা-দিনাজপুর রোডমার্চের শেষ দিনে সমাবেশে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকী বলেন, ‘আমরা আজ জাতীয় সঙ্কটের মধ্যে রয়েছি। এ জন্য আমরা যারা বিরোধী রাজনৈতিক দলে রয়েছি, তাদের মধ্যে আলাপ-আলোচনা করা দরকার। আরো বেশি ভাবা দরকার, কিভাবে দেশকে এ সঙ্কট থেকে উত্তোলন করা যায়।’

তিনি আরো বলেন, ‘বিএনপির সময় আপনারা বলতেন, খাম্বা আছে, বিদ্যুৎ নাই। আর আমরা এখন বলি, বিদ্যুৎ অফিস আছে, বিদ্যুৎ নাই। আপনারা ঘরে ঘরে বিদ্যুতের লাইন দিয়েছেন, বিদ্যুৎ দেননি। এ হলো আপনাদের উন্নয়ন। আপনাদের লুটপাটের কারণেই আজ দেশের এ অবস্থা। সরকারের সকল ব্যর্থতা ইউক্রেন যুদ্ধের ওপর চাপিয়ে পার পাওয়া যাবে না। সারাবিশ্বে জ্বালানির দাম কমছে, আর সরকার বলছে জ্বালানি সঙ্কট। জ্বালানি কিনতে না পারাটা লুটপাটের পরিনাম।’

তিনি বলেন, ‘সরকারের লোকজন প্রায়ই বলে যে সংবিধানের মধ্যেই সবকিছু করতে হবে। এ জন্য আমরা বলি, সংবিধানের মধ্যেই থাকুন। সংবিধানসম্মতভাবেই আপনারা পদত্যাগ করুন।’

সমাবেশে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘তারা আরেকটা জালিয়াতি, প্রহসনের নির্বাচন করতে চায়। এ ভিসা নীতি সাত মাস আগে ঘোষণার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে। দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, বাজারে গেলে মনে হয় না দেশে কোনো সরকার আছে। সকালে এক দাম, বিকেলে অন্য দাম। আবার রাতে আরেক দাম। নিত্যপণ্যের পুরো বাজার দলের সাথে যুক্ত মুনাফাখোর নিয়ন্ত্রণ করছে।’

সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘এ সরকার বড় বড় প্রকল্পগুলো লুটপাতের জন্য করেছে। টাকা পাচার করে বিভিন্ন জায়গায় বেগম পাড়া করেছে। কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরে বেগম পাড়া করেছে। আমরা বিদ্যুতের বিল দিয়েছি। কিন্তু সরকার ওই বিল পরিশোধ করেনি।’

গণতন্ত্র মঞ্চের দিনাজপুর জেলা সমন্বয়ক ও নাগরিক ঐক্যের দিনাজপুর জেলা আহ্বায়ক সৈয়দ এমদাদুল হকের সভাপতিত্বে এতে জাতীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। রোডমার্চের সাথে সংহতি প্রকাশ করে উপস্থিত হন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ কচি, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।


আরো সংবাদ



premium cement