২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় গণমঞ্চের রোড মার্চের গাড়ি বহরে হামলা

- ছবি : নয়া দিগন্ত

বগুড়ার শিবগন্জ উপজেলার মোকামতলা বন্দরে গণমঞ্চের রোড মার্চের গাড়ি বহরে লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে হামলা করেছে শাসকদলের নেতাকর্মীরা। এ সময় গণমঞ্চের নেতা-কর্মীরা আহত হয়েছে।

সোমবার (৫ জুন) রাত সাড়ে ৮টায় বগুড়া প্রেসক্লাবে গণমঞ্চের নেতারা রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

গণমঞ্চের শীর্ষ নেতা গণসংহতির সমন্বয়ক জোনায়েদ সাকী অভিযোগ করেন, মোকামতলা বন্দরের অদূরে জয়পুরহাট রোড মোড়ে রোড মার্চের সমাবেশ শেষে গাড়ি বহর ৫০ গজ বগুড়া শহরের দিকে গেলে গাড়ি বহর লক্ষ্য করে আওয়ামী লীগের কর্মীরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা করে। এ সময় ইট গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢুকে তিনজন আহত হন। এ সময় পুলিশ কোনো সহযোগিতা করেনি।

সংবাদ সম্মেলনে মঞ্চের শীর্ষ নেতা সাইফুল হকসহ অন্যান্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য'র আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় ভিডিও কলে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য'র সভাপতি মাহমুদুর রহমান মান্না। সমাবেশে আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্য'র সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাওসার, গণতন্ত্র মঞ্চের নেতা অ্যাডভোকেট সানোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য নেতা আব্দুল বাছেদ বাদশা, বিদ্যুৎ আমিন সৈকত, এস এম সাদ্দাম হোসেন, সাইদুর রহমান সাগর, হারুনুর রশিদ, এনামুল হক, যুব নাগরিক ঐক্য নেতা অমিত হাসান, রশিদুল ইসলাম, নাগরিক নারী ঐক্য নেত্রী বিউটি বেগম, নাজমা খাতুন, ছাত্র ঐক্য নেতা রাশেদ মাহমুদ তুষার, সিয়াম চৌধুরী প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। এ সরকার অবৈধ, ভোটারাধিকার কেড়ে নিয়ে এ সরকার জনগণের বিপক্ষে অবস্থা নিয়েছে। বর্তমান সরকার সংবিধান পরিবর্তন করে ক্ষমতা পাকাপোক্ত করার পাঁয়তারা করছে। অনতিবিলম্বে সংবিধান পরিবর্তন করতে হবে। দেশে গণতন্ত্র ফিরে আনতে হবে। এ সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না। তাদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। জনগণকে রাস্তায় নেমে আসতে হবে।


আরো সংবাদ



premium cement
থাই-মিয়ানমার সীমান্ত শহরের কাছে আবারো সংঘর্ষ শুরু : থাই সেনাবাহিনী পাঁচবিবিতে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গায় ১৪০তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো বার্বাডোস সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে : রিজভী কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা আটক পাকিস্তানে একসাথে ৬ শিশুর জন্ম, সবাই সুস্থ ৪০ বছর ধরে মুসল্লিদের ফ্রি চা খাওয়ানো মদিনার সেই বৃদ্ধের ইন্তেকাল সৌদির কাছ থেকে শত শত কোটি ডলার বিনিয়োগ আশা করছে পাকিস্তান! শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল আরো ৭ দিন উপজেলা নির্বাচনের সময় আ’লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে : কাদের

সকল