জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুন ২০২৩, ১০:৫৩

জয়পুরহাট সদর উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কোমরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির নাম সোহান (৭)। সে কোমরগ্রাম দরগাপাড়া মহল্লার উজ্জল হোসেনের ছেলে এবং স্থানীয় জামান মডেল কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সোহানসহ কয়েক শিশু বাড়ির পাশে বড় দিঘীর পাড়ে আম কুড়াচ্ছিল। এ সময় সোহান পাশের বড় দিঘীর পানিতে পড়ে যায়, তা কেউ খেয়াল করতে পারেনি। সোহানকে দেখতে না পেয়ে খোজাঁখুজির এক পর্যায়ে তাকে পানিতে পাওয়া যায়। দ্রুত সোহানকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা