২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কিশোরীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

কিশোরীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ - প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুরে মিতু আক্তার (১৩) নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর পুকুরের পানিতে ফেলে দেয়ার অভিযোগ মামলা হয়েছে।

রোববার (৪ জুন) সন্ধ্যায় কিশোরীর বাবা মনিরুল ইসলাম এ বিষয়য়ে একটি হত্যা মামলা করেন। এর আগে দুপুরে মহাদেবপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মিতু ওই উপজেলার চেরাগপুর ইউনিয়নের স্বরুপপুর গ্রামের মঈনুল ইসলামের মেয়ে।

নিহতের বাবা জানান, ভোর ৪টার দিকে তিনি তার ছেলে রাকিব হাসান ও মেয়ে মিতু আক্তারকে সাথে নিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যান। মাছ ধরে কিছু মাছ মেয়েতে দিয়ে বাড়িতে পাঠান। সকাল ৬টার দিকে বাড়িতে গিয়ে তার মেয়েকে দেখতে পাননি। বাড়ি থেকে জানানো হয়, মাছ দিয়ে আবার মিতু বাড়ি থেকে বের হয়ে গেছে। তাকে খোঁজাখুঁজির পর একপর্যায়ে প্রতিবেশী দুলাল হোসেনের স্ত্রী ছাবিনা বেগম তাদের বাড়ির পাশের পুকুরে হাত-পা বাঁধা মিতুর লাশ দেখতে পেয়ে খবর দেন।

তিনি আরো জানান, তার ছেলে রাকিবের সাথে স্বরুপপুর আদর্শগ্রামের সাইফুল ইসলামের (৫০) মেয়ের বিয়ে দেয়ার নাম করে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। এ নিয়ে কিছুদিন আগে তার সাথে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে তিনি নিজে, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলায় কালো দাগ ছিল। এ ব্যাপারে কিশোরীর বাবা হত্যা মামলা করেছেন বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল