২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ইভিএমে ভোট নিয়ে শঙ্কা মুরশিদ ও আনোয়ারের

রাসিক নির্বাচন : ৭০ শতাংশ ভোট পড়বে, আশা লিটনের

রাসিক নির্বাচন : ৭০ শতাংশ ভোট পড়বে, আশা লিটনের - ছবি : নয়া দিগন্ত

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়বে বলে আশা করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ও সমর্থকেরাও ভোটারদের নিয়ে আসেন। আমি মনে করি, এই নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট কাস্ট হতে পারে।’

এদিকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম এবং জাকের পার্টির প্রার্থী এ কে এম আনোয়ার হোসেন।

শুক্রবার (২ জুন) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতীক বরাদ্দের পর সাংবাকিদের তিনি এসব কথা বলেন।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সিটি নির্বাচনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন। প্রথমে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। সব শেষে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়।

রাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন চারজন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে এএইচএম খায়রুজ্জামান দলীয় প্রতীক ‘নৌকা’ পান। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম ‘হাতপাখা’, জাকের পার্টির প্রার্থী এ কে এম আনোয়ার হোসেন ‘গোলাপ ফুল’ এবং জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ‘লাঙ্গল’ প্রতীক পান।

প্রতীক পাওয়ার পর লিটন সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনমুখী একটি দল। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের বিকাশ ও বাংলাদেশের স্বাধীনতা অর্জন। নির্বাচন এলেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা অত্যন্ত আনন্দিত ও খুশি হয়। সারাদেশের মানুষের মধ্যে একটি আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আজকে নির্বাচনে প্রতীক নিলাম, এটার মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যে আমাদের নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। আমি খুবই আশাবাদী এই নির্বাচনে আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ।’

পরে লিটন নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নগরীর কাদিরগঞ্জে তার বাবা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান ও মা জাহানারা জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এদিকে প্রতীক পাওয়ার পর ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের পরিবেশ ভালো আছে। তারপরও বলতে চাই, আপনারা (সাংবাদিকেরা) বাইরে গিয়ে দেখেন। প্রতীক বরাদ্দের আগেই পোস্টার সাঁটিয়ে দেয়া হয়েছে। এটা আমরা রিটার্নিং কর্মকর্তাকে মৌখিকভাবে বলেছি। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে নির্বাচন সুষ্ঠু হবে। আমরাও আশাবাদী। কিন্তু ইভিএমের ব্যাপারে আমাদের আস্থাও আছে, শঙ্কাও আছে। শঙ্কা হলো এক জায়গায় ভোট দিলে আরেক জায়গায় চলে যায়।’

জাকের পার্টির প্রার্থী এ কে এম আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ‘ইভিএমে ভোট হবে, অথচ এখন পর্যন্ত ভোটারদের প্রশিক্ষণ দেয়া হয়নি। তাছাড়া কিভাবে ইভিএমে ভোট দেয়া হবে, সেটা প্রার্থী হিসেবে আমাকেও জানানো হয়নি। এটা নিয়েই আমার শঙ্কা যে সবাই ঠিকমতো ভোট দিতে পারবে কি না।’

জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন সাংবাদিকদের জানান, ‘নির্বাচন কেমন হবে তা এখনো বলতে পারছি না। এখন পর্যন্ত আমার কোনো অভিযোগ নেই। তবে, অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছেন।

প্রতীক বরাদ্দের আগেই নগরীতে পোস্টার লাগানোর বিষয়ে মেয়র প্রার্থী লিটন সাংবাদিকদের জানান, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এখন যেহেতু প্রতীক বরাদ্দ হয়ে গেছে, এখন পোস্টার থাকতে পারে।’

রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আসন্ন সিটি নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তারাও দেখছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা কাজ করছেন। তবে প্রতীক বরাদ্দের আগেই পোস্টার লাগানোর কেউ লিখিত অভিযোগ করেনি। নিয়ম লঙ্ঘন হলে ম্যাজিস্ট্রেটরা আছেন, তারা ব্যবস্থা নেবেন।

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এবার মেয়র পদে চারজন, ১০টি সংরক্ষিত নারী আসনের জন্য ৪৬ জন এবং ৩০টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের জন্য ১১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল