২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

মান্দায় ঘরের মেঝেতে ঘুমাতে গিয়ে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

সাপের কামড়ে মৃত নিয়ামুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় ঘরের মেঝেতে ঘুমাতে গিয়ে সাপের কামড়ে নিয়ামুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মে) সকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নিয়ামুলকে সাপে কামড় দেয়।

মৃত স্কুলছাত্র ভালাইন ইউপির জামদই গ্রামের সৌদি প্রবাসী গোলাম রাব্বানীর একমাত্র ছেলে ও বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত স্কুলছাত্র মঙ্গলবার বিকেলে স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে লেখাপড়া শেষে রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যায়। গভীর রাতে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে গরমে অতিষ্ঠ হয়ে বিছানা থেকে নেমে মেঝেতে ঘুমিয়ে পরে। এরপর ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে দংশন করে। বিষয়টি বুঝতে পেরে ছটফট করতে থাকে সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্সে ভর্তি করানো হয়।

পরবর্তীতে তার শারিরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন দায়িত্বরত চিকিৎসক। সেখানে নেয়ার সময় মাঝপথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, সাপের কামড়ে আমার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী নিয়ামুল ইসলামের মৃত্যু হয়েছে। তার অকাল আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করছি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী, সাপের কামড়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
চাঁদাবাজি মামলায় ফেনীর সেই যুবলীগ নেতা কারাগারে ওসমানিয়া সাম্রাজ্যের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজের আলোচিত ‘আরতুগ্রুল’ কে? ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৫৭ খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে কিনা সেটি এখন প্রশ্ন : আমীর খসরু এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা ‘ছাত্রশিবির এ দেশের তরুণ প্রজন্মকে আল্লাহর সন্তুষ্টির উপযোগী করে গড়ে তুলছে’ মিরসরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু রাজশাহী মহানগর প্রেসক্লাব : আব্দুল আউয়াল সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত পরিকল্পনার অভাবে কুবির রাজস্বের ভূমি এখন ময়লার ভাগাড় ভারতে প্রথম দিনের অনুশীলনে চনমনে বাংলাদেশ দল কোনো দল নির্বাচনে অংশ না নিলে জনগণ স্যাংশন দেবে : এম এ আউয়াল

সকল