২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০, ১৩ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

মান্দায় ট্রাক্টরের চাপায় নারী নিহত : আহত ২

-

নওগাঁর মান্দায় ধানবোঝাই এক ট্রাক্টরের চাপায় সানোয়ারা বেগম (৬৫) নামে এক নারী নিহত ও দুইজন আহত হয়েছেন।

বুধবার (৩১ মে) দুপুরে জোতবাজার-ফতেপুর সড়কের গোয়ালমান্দা সুইসগেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানোয়ারা বেগম নওগাঁর আত্রাই উপজেলার হাট কালুপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় তার স্বামী মনসুর রহমান (৭০) ও মেয়ে ফুলেরা বেগম (৩৫) আহত হন।

তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এদের মধ্যে ফুলেরা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত মনসুর রহমান বলেন, 'প্রসাদপুর বাজারে ডাক্তার দেখিয়ে একটি অটোচার্জারে স্ত্রী, মেয়ে ও নাতনিকে নিয়ে বাড়ি ফিরছিলাম। পথে উল্লেখিত স্থানে পৌঁছলে হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা ধানবোঝাই এক ট্রাক্টর আমাদের অটোকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমার স্ত্রী সানোয়ারা বেগম নিহত হয়।'

প্রত্যক্ষদর্শীরা জানান, সুইসগেট মোড়ে ধানবোঝাই এক ট্রাক্টর এক যাত্রীবাহী অটোকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে হাইস্কুল মোড়ে ট্রাক্টরটিকে আটক করে স্থানীয় লোকজন। কিস্তু এর চালক ও সহযোগী তার আগেই পালিয়ে যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, 'দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
সরকার গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে : এ টি এম মা’ছুম পাকিস্তানে আরেক স্থানে হামলা : নিহত ৪, ভেঙ্গে পড়েছে মসজিদ বগুড়ায় নিখোঁজের ১৩ দিন পর যুবকের লাশ উদ্ধার নিরপেক্ষ নির্বাচন হলে মন্ত্রী-এমপিদের জমানত বাজেয়াপ্ত হবে : ডা. ইরান মিঠুপুকুরে আওয়ামী লীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ভারতে মন্দির থেকে একটি কলা নেয়ার অভিযোগে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা বুড়িচংয়ে পুকুর থেকে অটোচালকের লাশ উদ্ধার বিশ্বকাপ শিরোপা জয়ে অস্ট্রেলিয়ার মূল ভরসা ওয়ার্নার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নারীদের অংশগ্রহণ নিঃসন্দেহ ঐতিহাসিক : মির্জা ফখরুল বলশেভিক রুশ বিপ্লব : বৃটিশ কলোনির হিমালয়ান উপমহাদেশে ধর্মীয় সংগঠনের শানে নুযুল

সকল