মান্দায় অতিরিক্ত মদপানে কলেজছাত্রের মৃত্যু
- মান্দা (নওগাঁ) সংবাদদাতা
- ২৮ মে ২০২৩, ২২:৩৯

নওগাঁর মান্দায় অতিরিক্ত চোলাইমদ পান করে আমিনুল ইসলাম শান্ত (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
শান্ত উপজেলার কালিকাপুর গ্রামের আবদুল লতিফের ছেলে ও কালিকাপুর-চককালিকাপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে দুই-তিন দিন ধরে মা-বাবার সাথে আমিনুল ইসলামের মনোমালিন্য চলছিল। শনিবার সকাল ১০টা থেকে তিনি একই গ্রামের এক ব্যক্তির বাড়িতে চোলাইমদ পান করেন। অতিরিক্ত মদপানে দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়া রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনায় রাজশাহীর রাজপাড়া থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর আমিনুল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
অতিরিক্ত মদপানের বিষয়ে ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা