কাহালুতে গৃহবধূকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার
- বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা
- ২৮ মে ২০২৩, ১৮:৩৬

বগুড়ার কাহালুতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন (৫৫) নামের কথিত কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে তাকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট দীঘিরপাড় এলাকা থেকে গ্রেফতার করা।
গ্রেফতার আমজাদ হোসেন দরগাহাট দীঘিরপাড়ের মরহুম মুনু সাকিদারের ছেলে এবং স্থানীয়ভাবে কবিরাজ হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই এলাকার এক গৃহবধূর স্বামী বীজ কোম্পানিতে কাজ করতে গেলে ঝাড়-ফুঁক দেয়ার কথা বলে তাকে নিজ বাড়িতে এনে ধর্ষণ করেন আমজাদ। গৃহবধূকে বাড়িতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে আমজাদ হোসেনের ঘরে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ আমজাদ হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ কাহালু থানায় আমজাদ হোসেনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা