২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
বগুড়ায় বিএনপির জনসমাবেশ

রাজপথেই ফয়সালা হবে : ড. মোশাররফ

বগুড়ার সমাবেশে বক্তব্য রাখছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। - ছবি : নয়া দিগন্ত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সকল ভেদাভেদ ভুলে দেশের বৃহত্তর স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথে এক দফার আন্দোলন সফল করতে হবে। রাজপথেই হবে ফয়সালা।’

তিনি বলেন, ‘এ সরকার সহজে ক্ষমতা ছাড়বে না। তাদের বাধ্য করতে হবে।’

তিনি শুক্রবার (২৬ মে) বিকেলে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন, আইন আদালতের প্রতি সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে জেলা বিএনপি এ জনসমাবেশের আয়োজন করে।

খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘এ সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না তা বার বার প্রমাণ হয়েছে। এ জন্য গণঅভ্যুত্থান ঘটাতে হবে। সরকারের পতন ছাড়া কোনো পথ নেই। সকল ভেদাভেদ ভুলে দেশের বৃহত্তর স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথে এক দফার আন্দোলন সফল করতে হবে। এ সরকার সহজে ক্ষমতা ছাড়বে না। তাদের বাধ্য করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে রাজপথে দাবি আদায় করা হবে।’

তিনি বলেন, ‘এ সরকার জাপান, আমেরিকা, ইংল্যান্ড গিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় সহ-সাংগাঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, সাবেক সভাপতি ও এমপি গোলাম মো: সিরাজ, সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, লাভলী রহমান, অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল, সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ।

সমাবেশে জেলার ২৪টি সাংগঠনিক থানা কমিটি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।


আরো সংবাদ



premium cement
বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সকল