১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পুঠিয়ায় ইমামের বেতন চাওয়ায় ২ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা

-

রাজশাহীর পুঠিয়ায় মসজিদের ইমামের বেতনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মসজিদ কমিটির সভাপতির ছেলে ও ভাতিজাকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন মারাত্মক আহত দু‘জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের পশ্চিম ধোপাপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হচ্ছেন মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের ছেলে জুয়েল (৩৫) ও ভাতিজা মিজানুর রহমান (৩০)।

মসজিদের ঈমাম হাফেজ আলমগীর হোসেন বলেন, ‘এলাকার লোকজনের অনুদানে আমাদের বেতন দেয়া হয়। অনেক মুসল্লি আছেন যারা প্রতিমাসে একটা নির্দিষ্ট হারে চাঁদা দেন। এরমধ্যে গত কয়েকমাস থেকে কয়েকজন নিয়মিত চাঁদা দেননি। যার কারণে শুক্রবার মসজিদের ব্যবস্থাপনা কমিটিসহ কয়েকজন আলোচনায় বসেন। এই নিয়ে দু‘পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সবাই নিজের বাড়ি চলে যান। এরপর শুনেছি দু‘জনকে কুপিয়ে জখম করা হয়েছে।’

মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, প্রতিবেশী আব্দুস সালাম ও তার অনুসারীরা গত কয়েকমাস থেকে ইমামের বেতনের জন্য ধার্যকৃত টাকা দিচ্ছেন না। শুক্রবার ওই টাকা চাওয়ায় তিনি কমিটির লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। আর এর জেরে বিকেলে আমার ছেলে ও ভাতিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন তারা। বর্তমানে আহতরা রামেক হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে।’

তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুস সালামের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement