১১ জুন ২০২৩, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০, ২১ জিলকদ ১৪৪৪
`

ধুনটে জর্দা খেয়ে শিশুর মৃত্যু


বগুড়ার ধুনটে জর্দা খেয়ে সানজালা খাতুন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শাহ আলমের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইফতারের আগে ঘরে কেউ না থাকায় পরিবারের সদস্যদের অগোচরে খাটের নিচে রাখা পানের বাটা থেকে জর্দা খেতে থাকে। একপর্যায়ে শিশুটির শ্বাসকষ্ট শুরু হয় এবং অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রাসেল আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ


premium cement