বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
- ২৯ মার্চ ২০২৩, ২০:২৫

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকা রুনা (২০) নামের এক তরুণী প্রেমিকের বাড়িতে অনশন করছেন।
বুধবার (২৯ মার্চ) পুঠিয়ার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রুনা ও তার প্রেমিক জমসেদের বাড়ি একই গ্রামে। জমসেদ ওই গ্রামের আফসার সরদারের ছেলে। জমসেদের স্ত্রী ও এক ছেলে রয়েছে। প্রেমিকা রুনা ওই গ্রামের তাজু মোল্লার মেয়ে। রুনার আগে দু’বার বিয়ে হয়েছিল।
রুনা জানান, দু’বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক রয়েছে। কয়েক দফা শারীরিক সম্পর্কও হয়েছে তাদের মধ্যে। গতকাল মঙ্গলবার তাদের দু'জনের বিয়ে হওয়ার কথা ছিল।
কিন্তু তার প্রেমিক জমসেদ কথা রাখেনি। একারণে বুধবার তিনি দুপুর থেকে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। তিনি আসার পর জমসেদ ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়েছেন।
এলাকার কাউন্সিলর আনছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি ৯৯৯-এ কল দিয়ে পুঠিয়া থানায় জানিয়েছেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ওই তরুণীর বাবাকে ফোনে জানানো হয়েছে। তার মেয়েকে নিয়ে থানার আসার কথাও বলা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা