২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বগুড়ায় পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা, ভুয়া কর্মকর্তা গ্রেফতার

গ্রেফতার হওয়া জাকির হোসেন - ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে জাকির হোসেন (৫৫) নামের একে প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বগুড়া শহরের সপ্তপদী মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জাকির বগুড়া জেলার গাবতলী উপজেলার চক সেকেন্দার এলাকার আব্দুস সালামের ছেলে। এ সময় ডিবি পুলিশ জাকিরের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া নগদ তিন লাখ টাকা ও এক কনস্টেবল নিয়োগ প্রার্থীর লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি উদ্ধার করে।

পুলিশের দাবি, সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জাকির পুলিশ কর্মকর্তা সেজে কনস্টেবল নিয়োগে চাকরি দেয়ার নামে প্রতারণা করতেন।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোনাতলা উপজেলার আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির কাছ থেকে পুলিশ কনস্টেবল পদে তার ছেলেকে চাকরি দেয়ার নাম করে লাখ লাখ টাকা ও ১৪ লাখ টাকার চেক হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। তিনি প্রতারণা বুঝতে পেরে থানায় তিনজনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানায় মামলা করেন।

পরে অভিযান চালিয়ে ওইদিন রাতেই জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। তবে প্রতারক চক্রের অন্য দু’সদস্য আব্দুর রাজ্জাক ও সানা গ্রেফতার হয়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আসামি জাকির হোসেন তার সহযোগী আব্দুর রাজ্জাক ও সানাকে নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা সেজে নিয়োগ প্রার্থীদের থেকে অর্থ হাতিয়ে নিতেন।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার জাকিরের বিরুদ্ধে সদর থানায় প্রতারণার মামলা হয়েছে। শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। এ ছাড়া এই প্রতারণার সাথে আর কেউ জড়িত আছে কি না, ক্ষতিয়ে দেখা হচ্ছে। মামলায় অভিযুক্ত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement
জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ

সকল