পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
- পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
- ২৪ মার্চ ২০২৩, ১৪:৫৬

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত পুঠিয়া বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের (৬৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
আব্দুস সাত্তারের বাড়ি পুঠিয়া পৌর সদরের কাঁঠালবাড়িয়া ৭ নম্বর ওয়ার্ডের সিক্সবিল্ডিং এলাকায়।
স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পর দিন শুক্রবার ১১টার দিকে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করে পুঠিয়া মোটরশ্রমিক অফিসে রেখেছে স্থানীয়রা।
পবা হাইওয়ে থানা (শিবপুর হাট) পুলিশের ইন্সপেক্টর মোফাখ্খারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমাদের জানা নেই। ওই শিক্ষকের পরিবার থেকেও কিছু জানানো হয়নি। আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। সবকিছু খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা