নাটোরে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ মার্চ ২০২৩, ১৬:২৯
নাটোরের লালপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বড়বড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেগম (৭০) ওই গ্রামের সাফায়েত উল্লার স্ত্রী।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, সকালে জমিজমা নিয়ে উপজেলার বড়বড়িয়া গ্রামের সাফায়েত উল্লার ছেলে রায়হানের সাথে প্রতিবেশি আব্দুল মান্নানের হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে ছেলেকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে যান আছিয়া বেগম। এ সময় প্রতিপক্ষের ধাক্কায় তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা