২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

রাজশাহীতে অস্ত্র বিক্রি করতে যাওয়ার সময় গ্রেফতার ২

- প্রতীকী ছবি

রাজশাহী নগরীতে অস্ত্র বিক্রি করতে যাওয়ার সময় দুই অস্ত্রকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

গতকাল সোমবার (২০ মার্চ) রাত ৯টার দিকে নগরীর বেলপুকুর থানার বেলপুকুর রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নাটোরের লালপুর উপজেলার শেরপাড়ার মরহুম সেকেন্দার আলীর ছেলে রেজাউল করিম (৩৮) ও একই এলাকার মরহুম আবুল কাশেমের ছেলে আবু রায়হান ওরফে তোঁতা (৩০)।

এ সময় তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান, এক বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও নগদ আট হাজার টাকা জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে যে অভিযুক্তরা অস্ত্র বিক্রি করতে রাজশাহীর বিনোদপুরের দিকে যাচ্ছে।

খবর পেয়ে র‌্যাব-৫ এর আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলে যাওয়ার পথে র‌্যাব তাদের গ্রেফতার করে।

এ ঘটনায় নগরীর বেলপুকুর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement