২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সিংড়ায় ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ৩

-

নাটোরের সিংড়ায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুর রহিম, বিদ্যুৎ হোসেন ও কাচু প্রামাণিক। আব্দুর রহিম কলম পুণ্ডরী গ্রামের মরহুম রফিকুল ইসলামের ছেলে। বিদ্যুৎ হোসেন একই গ্রামের আব্দুল জোব্বারের ছেলে। আর কাচু প্রামাণিক পাশের কলম নজরপুরের মবের আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে শ্রমিকবাহী একটি অটোভ্যানযোগে চৌগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা একটি ট্রাকের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ভ্যানচালক আব্দুর রহিম (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। ভ্যানে থাকা অন্য চার শ্রমিক গুরুতর আহত হন। তাদেরকে রাজশাহী মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে শ্রমিক বিদ্যুৎ হোসেন (৪২) ও কাচু প্রামাণিক (৬০) মৃত্যুবরণ করেন। অপর দু’জন মাসুদ রানা (৩৫) ও এলামুল হককে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, ওই তিন শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement