৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪
`

রাজশাহীতে বরই পাড়তে নিষেধ করায় ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীতে বরই পাড়তে নিষেধ করায় ছুরিকাঘাতে হত্যা। - প্রতীকী ছবি

রাজশাহীতে বড়ই পাড়তে নিষেধ করায় কাজেম আলী বিদ্যুৎ (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চন্দ্রিমা থাকার ছোটবনগ্রাম স্কুলপাড়া মহল্লায় এক ঘটনা ঘটে।

নিহত কাজেম ওই এলাকার মরহুম শমসের আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, আশঙ্কাজনক অবস্থায় কাজেমকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, কাজেমের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম জানান, নাসিম ও আকাশ নামের দুই তরুণ দুপুরে কাজেমের বাড়ির গাছ থেকে বরই পাড়ছিলেন। তখন তিনি বরই পাড়তে নিষেধ করেন। এতে কাজেমের সাথে বাগবিতণ্ডায় জড়ান দুই তরুণ। একপর্যায়ে কাজেমের পেটে ছুরিকাঘাত করেন তারা।

তিনি আরো জানান, ঘটনার পর নাসিম ও আকাশ পালিয়েছেন। তাদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।


আরো সংবাদ


premium cement
‘রোজা হচ্ছে অন্যায়ের সাথে আপস না করার প্রশিক্ষণ’ পুঠিয়ায় ইমামের বেতন চাওয়ায় ২ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা এবার 'ভোট চুরি' করতে দেবে না বিএনপি : আমীর খসরু ভূয়া নিয়োগপত্র প্রদানকারী সিন্ডিকেট প্রধান গ্রেফতার ঢাকাস্থ উল্লাপাড়া উপজেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আবারো বেড়েছে ব্রয়লারের দাম সিলেটে বিএনপির কর্মসূচিতে পুলিশের আপত্তি, প্যান্ডেল তৈরিতে বাধা লাখো জনতার অংশগ্রহণে হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি নূর আহমাদের জানাজা সম্পন্ন পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার দ্রব্যমূল্য কেন এতো মূল্যবান গণমাধ্যম স্বাধীন আছে, অপসাংবাদিকতা কেউ সমর্থন করে না : তথ্যমন্ত্রী

সকল