১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

রাজশাহী বিভাগের আট জেলায় ৪০ জন জয়িতা নির্বাচিত

রাজশাহী বিভাগের আট জেলায় ৪০ জন জয়িতা নির্বাচিত। - ছবি : সংগৃহীত

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হবে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হবেন। এবার রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট ৪০ জন জয়িতা নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

জয়িতা অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় বিভাগীয় পর্যায়ে জয়িতা নির্বাচন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: এনামুল হক সাংবাদিকদের বলেন, এবার রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট ৪০ জন জয়িতা নির্বাচিত হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে নির্বাচিত ১০ জনের মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে নগদ ২৫ হাজার টাকা, সনদপত্র, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হবে। এছাড়া অনুষ্ঠানে বিভাগের আটটি জেলা থেকে নির্বাচিত অন্য ৩৫ জন জয়িতাকে পাঁচ হাজার টাকা, সনদপত্র, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেয়া হবে।


আরো সংবাদ



premium cement