০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯, ১০ রমজান ১৪৪৪
`

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ -

বগুড়া জেলার কাহালু উপজেলায় রোববার সন্ধ্যায় ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শহিদুল কাহালু উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইব্রাহিম খায়ের ছেলে বলে জানান কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, কাহালু উপজেলার কালিয়াপুকুর এলাকায় রোববার সন্ধ্যার দিকে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী শহিদুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত ব্যক্তির লাশ বগুড়া শজিমেক হাসপাতলের মর্গে রাখা আছে।


আরো সংবাদ


premium cement