২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বগুড়ায় বিএনপির শীতবস্ত্র বিতরণ

বগুড়ায় বিএনপির শীতবস্ত্র বিতরণ - ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় স্থানীয় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের খাতেম আদর্শ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তিনি বলেন, শীতার্ত দরিদ্র মানুষের কথা চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতবস্ত্র পাঠিয়েছেন। সেগুলো এখন বিতরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, সমাজের সামর্থবান ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত প্রসারিত করে পর্যাপ্ত শীতবস্ত্র নিয়ে অসহায়দের সাহায্যে এগিয়ে আসা উচিৎ। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল আলম, বগুড়া জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আকতার।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছামছুল আলম মণ্ডল, সহ-সভাপতি সহিদুল ইসলাম সরকার, ফেরদৌস আলম পিলু, নামুজা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাফতুন আহমেদ, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ আলম জনি।

আরো উপস্থিত রাজাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খায়রুল ইসলাম, শাখারিয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান জাহিদ হেলাল, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর কবির সাজু, ফাপোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা, বগুড়া সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগম, বগুড়া সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুর ইসলাম, বিএনপি নেতা আসাদুল হক টুকু, আব্দুল কুদ্দুস, মোজাফ্ফর হোসেন, বগুড়া সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব এবিএম মিলন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল। আর সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন।


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর

সকল