১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ল গরিবের ঘর

ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ল গরিবের ঘর - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে বারিক শেখ (৭০) নামের এক গরিব বৃদ্ধের নগদ আড়াই লাখ টাকাসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৭ই জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার খাদুলি গ্রামের কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ বারিক শেখের চার সন্তান ও বৃদ্ধা মা-সহ পাঁচ সদস্যের পরিবার। তিনি স্থানীয় হোটেলে বাবুর্চির কাজ করে পরিবার চালান। পরিবারে তার একজন প্রতিবন্ধী ছেলে রয়েছে। বৃহস্পতিবার বিকেলে বারিক তার পরিবার নিয়ে ভানুডাঙ্গা মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। পরের দিন শুক্রবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরের টিভি, ফ্রিজ ও গচ্ছিত আড়াই লাখ টাকাসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সময় আগুনের লোলিহান শিখা দেখে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।

ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামসুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় নগদ আড়াই লাখ টাকাসহ চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement

সকল