২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় বিএনপি, জামায়াত ও গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ

বিএনপির বিক্ষোভ-মিছিলের চিত্র - ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় গণতন্ত্র হত্যা দিবসে ১০ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির বিক্ষোভ হয়।

বিরোধী জোটের যুগপৎ কর্মসূচি ও বিএনপি ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশটি জেলা সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, ফজলুল বারী তালুকদার বেলাল, আহসানুল তৈয়ব জাকির, শহিদুল ইসলাম বাবলু, মোর্শেদ মিল্টন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, মনিরুজ্জামান মনি, সহিদ উন নবি সালাম, কে এম খায়রুল বাশার, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল ও শ্রমিকদল নেতারা।

নেতারা বলেন, দেশের জনগণ ভোটবিহীন সরকারের সাথে নেই। তাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ভয় পায়। জনগণ এবার রাজপথে নেমেছে। কঠোর আন্দোলনের মাধ্যমে ১০ দফা আদায় করা হবে।

এ দিকে বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখা বিক্ষোভ মিছিল করেছে। এতে বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

এছাড়া গণতন্ত্র মঞ্চ বগুড়া জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরে বিক্ষোভ মিছিল হয়। শহরের সাতমাথায় গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে জেলা আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেএসডির কেন্দ্রীয় সদস্য রেজাউল বারী দিপন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ছগির মজুমদার, জেএসডি জেলা সভাপতি মনিরুজ্জামান সাচ্চু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক এম শামীম উদ্দিন ও সদস্য সচিব মামুনুর রশিদসহ জোটের নেতারা।


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল