পুঠিয়ায় বিএনপি নেতা গ্রেফতার
- পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
- ৩০ নভেম্বর ২০২২, ১০:৪২

রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম মুক্তাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে পুঠিয়া সদরের কাঠালবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। পুঠিয়ার মোল্লাপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করার একটি মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নাজমুল ইসলাম মুক্তা দুর্গাপুর কাঠালবাড়িয়া স্কুল ও কলেজের শিক্ষক। মোল্লাপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ ঘটনার মামলায় তার নাম নেই। তবুও পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে তার পারিবারিক সূত্র জানায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, নাজমুল ইসলামকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া নতুন করে বিশৃঙ্খলা করতে পারে বলে তাদের কাছে খবর ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা