২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকা নিহত

স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকা নিহত - ছবি : নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে স্বামীর মোটরসাইকেলে চেপে স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রওশনারা খাতুন আদরী (৪২) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার মেরিগাছা গ্রামের লক্ষ্মীকোল-কয়েন বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রওশনারা খাতুন আদরী ওই গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী। তিনি মশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হলেও বর্তমানে ডেপুটেশনে সাতইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই শিক্ষিকা স্বামীর মোটরসাইকেলে চেপে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মেরিগাছা আহলে হাদিস মসজিদের পাশে বালু বোঝাই একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তারা দুজন রাস্তার ওপর ছিটকে পড়েন এবং সাথে সাথেই ট্রাকটি রওশনারা খাতুন আদরীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রওশনারা খাতুন আদরীকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ হাসপাতালে রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের পর জব্দ করা হবে।


আরো সংবাদ



premium cement