২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাণীনগরে ট্রেনে কাটা পড়ে দোকানির মৃত্যু

রাণীনগরে ট্রেনে কাটা পড়ে দোকানির মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে মির হোসেন (৪৮) নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

সোমবার দুপুরে রাণীনগর রেলওয়ে স্টেশনের দক্ষিন পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সান্তাহার জিআরপি থানাপুলিশ লাশ উদ্ধার করে।

মির হোসেন রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের আব্দুল করিমের ছেলে।

রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আতাউল হক খাঁন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেন স্টেশন অতিক্রম করছিল। এ সময় প্লাটফর্ম অতিক্রম করলে স্থানীয়রা দেখতে পান মির হোসেন ট্রেনের নিচে কাটা পড়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির হোসেনের ছোট ভাই ওবাইদুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় সিম্বা স্ট্যান্ডে সকালে দোকান খুলে বেচা-কিনা করছিলেন। এর পর দোকান বন্ধ করে চলে যায়। পরে জানতে পারি ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে। তবে ঋণের কারণে জায়গা-জমি বিক্রি করে অনেকটায় নিঃস্ব ছিলেন মির হোসেন।

স্থানীয় ইউপি মেম্বার একই গ্রামের শুকুর আলী বলেন, ঋণ পরিশোধ করতে গিয়ে মাঠের জমি থেকে শুরু করে বাড়ির জায়গা পর্যন্ত বিক্রি করে। ফলে নানান হতাশা থেকেই হয়ত আত্মহত্যা করতে পারেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘মির হোসেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আমরা তার লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়।’


আরো সংবাদ



premium cement