২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ নারীদের সেলাই মেশিন দিল মুসলিম এইড

প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ নারীদের সেলাই মেশিন দিল মুসলিম এইড - ছবি : নয়া দিগন্ত

মুসলিম এইড বাংলাদেশের (গঅই) অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ ও অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মেশিন বিতরণ করা হয়।

সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত পরিচালক (ঢাকা) মো: কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই সেলাই মেশিন বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা সমাজসেবা অফিসার মো: রাশেদুজ্জামান। সভাপতিত্ব করেন মুসলিম এইড বাংলাদেশের রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক মো: ফরজ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থাটির মানিকগঞ্জ শাখা ব্যবস্থাপক আশরাফুল আলম মোমিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হতদরিদ্রদের আত্মনির্ভরশীল করার জন্য মুসলিম এইড বাংলাদেশ যে উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। মুসলিম এইড বাংলাদেশ জন্মলগ্ন থেকে দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আসছে। মানুষকে আরো ভালো ও উন্নত সেবা দেয়ার জন্য সংস্থাটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাবে- এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অন্য অতিথিরা বলেন, মুসলিম এইড বাংলাদেশ নিজে আলোকিত হবে এবং অন্য সকলকে আলোকিত করবে। সংস্থাটি মহতি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এলাকার অসহায় অনেক পরিবারের মুখে হাসি ফোটাতে সক্ষম হবে। ১৯৯১ সাল থেকে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে মুসলিম এইড বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement