০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

রায়গঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

রায়গঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত - ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শামসুল আলম (৩৫) নামে নবাবগঞ্জে বাঁশ ঝাড়ে পড়ে আছে এক ব্যক্তির লাশর এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার বিকেলে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম উল্লাপাড়া উপজেলার বাগন্দা এলাকার সুরত আলীর ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ থেকে ঢাকাগামী ভিআইপি পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক শামসুল আহত হন। তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছুক্ষণ পর মারা যান। তবে স্থানীয়রা আরো দুইজনের আহত হওয়ার কথা বলেছে। কিন্তু তারা কোথায় চিকিৎসা নিয়েছে তা জানা যায়নি।


আরো সংবাদ



premium cement