৩০ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

পাবনায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পাবনায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত -

পাবনার সদর উপজেলার হেমায়েতপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত। শনিবার দিবাগত রাত ১২টার দিকে হেমায়েতপুর ইউনিয়নের পাবনা-পাকশী মহাসড়কের নাজিরপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা শহরের কৃষ্ণপুর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে ইকবাল হোসেন খান (৫২) ও বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ শেখ (৫৪)। তারা দুজনই ব্যবসায়ী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে হেমায়েত পুলিশ ফাঁড়ির এসআই নুরুজ্জামান বলেন, ট্রাকটি দ্রুত গতিতে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল