২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বগুড়ায় বাঁশঝাড় থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

বগুড়ায় বাঁশঝাড় থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার কাহালুতে বাঁশঝাড় থেকে গলায় ফাঁস লাগানো রশিসহ জিসান (১২) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার বরংগাশনি গ্রামের ময়েজের বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জিসান বরংগাশনি গ্রামের দক্ষিণপাড়ার আব্দুর রহিমের ছেলে ও স্থানীয় উচুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদালয়ের ছাত্র।

জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে জিসান বাড়ির বাইরে যায়। এরপর বিকেলে এক বাকপ্রতিবন্ধী ইশরায় জিসানের মা নাসিমাকে ওই বাঁশঝাড় দেখিয়ে দেয়। সেখানে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মাটিতে জিসানের লাশ দেখে চিৎকার দেন তিনি। তার চিৎকারে গ্রামবাসী সেখানে গেলে জিসানের লাশ উদ্ধার করে প্রথমে কাহালু হাসপাতালে নেওয়া হয়। পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে লাশটি থানায় নিয়ে গিয়ে পুলিশকে অবগত করলে বিষয়টি তদন্তে ঘটনাস্থলে যায় পুলিশ।

জিসানের মা নাসিমার ধারণা, দুঃস্কৃতিকারীরা তার সন্তানকে ফাঁস দিয়ে হত্যা করে বাঁশঝাড়ে লাশ ফেলে দিয়ে গেছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, তদন্তের পর ময়নাতদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।


আরো সংবাদ



premium cement