২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাজশাহীতে ছিনতাইকারী আটক : মোটরসাইকেল জব্দ

রাজশাহীতে ছিনতাইকারী আটক : মোটরসাইকেল জব্দ - ছবি : নয়া দিগন্ত

রাজশাহীতে রায়হান ইসলাম (২২) নামের এক ছিনতাইকরীকে আটক করেছে নগরীর শাহ মখদুম থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

শনিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

রায়হান নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়ার মৃত রমজান আলীর ছেলে।

তিনি জানান, নগরীর বোয়ালিয়া থানার শিরোইল মঠপুকুর এলাকার তারিকুল ইসলাম শুক্রবার রাতে শ্বশুড়বাড়ি মোহনপুর থেকে মোটরসাইকেলযোগে তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ৯টার দিকে শাহ মখদুম থানার ভুগরইল মোড়ে দু’ছিনতাইকারী মোটরসাইকেলে এসে মুহূর্তের মধ্যেই তার স্ত্রীর হাতে থাকা ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নেন। তবে তারা পালানোর সময় ওই এলাকায় ডিউটিরত শাহ মখদুম থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ছিনতাইকারী রায়হানকে আটক করে। তার সহযোগী কৌশলে পালিয়ে যান। এ সময় রায়হানের কাছ থেকে ছিনতাইকৃত ভ্যানিটিব্যাগটি উদ্ধার ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ দিকে পলাতক ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার রায়হানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।


আরো সংবাদ



premium cement