২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

সুজন কুমার ঘোষ - ছবি : সংগৃহীত

বগুড়ার সোনাতলায় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে তাকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে। এছাড়া বিষয়টি জানজানি হলে তিনি ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সুজন কুমার ঘোষ। তিনি উপজেলার নামাজখালি এলাকার শ্রী সুভাষ চন্দ্র ঘোষের ছেলে এবং সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ধর্ষণের শিকার ওই নারীর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘আমার স্বামী বাড়িতে না থাকায় সে আমার বাড়িতে গভীর রাতে এসে জোরপূর্বকভাবে ধর্ষণ করে। বিষয়টি আমি আমার স্বামীকে জানাতে চাইলে সে আমাকে সরাসরি এবং মোবাইলফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া আমার সন্তান ঘুম থেকে জেগে গেলে সে বিষয়টি কাউকে জানালে তাকেও হত্যা করবে বলে আমাকে হুমকি দেয়।’

ভুক্তভোগী ওই নারী আরো বলেন, ‘সে আমাকে আরো বলে, আমি ছাত্রলীগ সেক্রেটারি, তুই আমাকে কিছু করতে পারবি না।’

স্বামী বাড়িতে না থাকায় মাঝেমধ্যেই ধর্ষিত হয়েছেন বলেও স্বীকার করেন ওই নারী।

এ ব্যাপারে অভিযুক্ত সুজনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, বিষয়টি যাচাই বাছাই করার চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
চুয়েট শিক্ষার্থীদের সড়কে অবস্থান অব্যাহত, ঘাতক বাসচালক গ্রেফতার তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪

সকল